মৌলভীবাজার সদর আওয়ামীঃ আকবর সভাপতি,সম্পাদক সুয়েব
- প্রকাশের সয়ম :
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
-
৮৭
বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ১৪ বছর পর কাউন্সিল সম্পন্ন হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব মনোনিত হয়েছেন।
গত শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ ও সাধারন সম্পাদক মিছবাহুর রহমান এ কমিটি ঘোষনা করেন।
সভাপতি আকবর আলী ছাত্রজীবণ থেকে ছাত্রলীগের সংগঠক ও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলার ছিলেন। দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ব্যবসায় নিয়োজিত আছেন এবং জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে বারবার সম্মানিত হয়েছেন। তিনি পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন। বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগেরও সদস্য পদে আছেন। আর সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব ক্লিন ইমেজের সাথে ছাত্রজীবণ থেকে রাজনীতি করে আসছেন। বিভিন্ন সময়ে দেশ ও দলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। সাবেক এই ছাত্রনেতা ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে নির্বাচিত হন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি। এরপর ১৯৮৬ থেকে ৮৮ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
Please Share This Post in Your Social Media