মোঃ আসাদুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাহাঙ্গীরকে (৩৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
আটক সাহাঙ্গীর বেনাপোলের পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত আরশাদের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এইচ.এম.এ লতিফ জানান, আটককৃত আসামিকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।