
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সোয়াম্প ভিলেজ অন্তেহরি পর্যটন স্পটে “পর্যটন ঘাটলা” নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরে শুভ উদ্বোধন করেন সংসদীয় আসন মৌলভীবাজার-৩ এর মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, চ্যানেল এস এর পরিচালক খালেদ চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংসদ সদস্য নেছার আহমদ বলেন, হাওর পাড়ের গ্রামগুলো পর্যটনে জেলার অপুর্ব নৈসর্গিক সৌন্দর্যের দীপে পরিনত হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ব্যাপী উন্নয়নের অংশ হিসেবে এই গ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেছে, দেশী-বিদেশী পর্যটকদের আগমনে এই এলাকায় নতুন নতুন কর্ম সংস্থান সৃষ্টি হবে,অর্থনৈতিক উন্নয়ন হবে বেকার সমস্যা দূর হবে। এই গ্রামটিকে পর্যটন এলাকায় ঘোষণা দিয়ে দূত কাজ এগিয়ে নেওয়ায় জেলা প্রশাসক নাজিয়া শিরিনকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, নৌকা যোগে জল ভ্রমণের জন্য এই এলাকাটিকে আকর্ষনীয় করে তুলা হবে, ভ্রমণ পিপাসু দেশী-বিদেশী পর্যটকদের নৌকায় উঠানামার সুবিধার্থে একটি ঘাট তৈরির ভিত্তি প্রস্তরের শুুভ উদ্বোধন মধ্যে দিয়ে আরও দশটি ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে এলাকায় সৌন্দর্য বৃদ্ধি করা হবে।
রাজনগর ও মৌলভীবাজার উপজেলার সংযোগ স্থল কাওয়া দীগি হাওর পাড়ের চারিদিকে পানি, হিজল আর করছ গাছের বেষ্টনী শীতকালীন অতিথি পাখির কলকাকলীতে মুখরিত হাওর অপরূপ সৌন্দর্য্যের জলের গ্রাম অন্তেহরি।উপজেলার উত্তর পশ্চিমের শেষ সীমান্তে অবস্থিত গ্রামটিতে বছরের আট মাস জলে ভরপুর থাকে ও বর্ষা মৌসুমে গ্রামের দৃশ্য দেখে মনে হয় সাগরের মধ্যে একটি দীপে গ্রামটি জলে ভাসছে। নৌকাযোগে ভ্রমণ পিপাসুদের জন্য জেলায় একমাত্র পর্যটন গ্রাম অন্তেহরি।