সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ- সিলেট আঞ্চলিক মহা-সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সুভন নন্দি (১৯) নামের এক কলেজ ছাত্র মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জস্থ জোনাকী ষ্টোডিওর মালিক, বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের দিঘলী একানিধা গ্রামের মৃত সুভাষ নন্দির পুত্র। এ দূর্ঘটনায় আহত অপর আরোহী কলেজ ছাত্র আকাশ ঘোষকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সে একই গ্রামের আনন্দ ঘোষের পুত্র। এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে সড়কের সাহেবনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুভন নন্দি ও আকাশ ঘোষ, পার্থ ও রোদ্র ৪বন্ধ মিলে দু’মোটর সাইকেল যোগে বিশ্বনাথের ভুরকি এলাকায় বেড়াতে যায়। দুপুরে সেখান থেকে বাড়ি ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের সাহেবনগর এলাকায় পৌঁছামাত্র ভাঙ্গা রাস্তার গর্তে পড়লে অপর মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে।
এ সময় মোটর সাইকেলের চালকসহ দু’আরোহী ছিটকে পড়লে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনা (নং-সিলেট-ছ-১১-২০৮০) এর সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুভন নন্দি (১৯)কে মৃত ঘোষণা করেন। এঘটনায় মোটর সাইকেলের চালক, একই গ্রামের আনন্দ ঘোষের পুত্র কলেজ ছাত্র আকাশ ঘোষ (১৯) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, দূর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে লেগুনায় থাকা চালকসহ ১৪জন যাত্রী। সড়কের জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আ/রিফাত