সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
-
৯১
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে আজ ১৫ জানুয়ারি বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের প্রিয়াংঙ্গন মার্কেটে। বিদ্যুৎস্পৃষ্ট যুবকের নাম তারেক মিয়া (২০)। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক ।
নিহত মো. তারেক মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের নুরপুর আলমপুর গ্রামের মো. আমজদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানাযায়, বুধবার দুপুর পৌনে ২টায় প্রিয়াংঙ্গন মার্কেটে বিল্ডিংয়ের দোতলায় কাজ করার সময় ওই শ্রমিক লোহার রড নিয়ে যাচ্ছিল। এ সময় হোঁচট খেয়ে লোহার রড পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে সে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে বিল্ডিংয়ের মালিকপক্ষ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আ/রিফাত
Please Share This Post in Your Social Media