আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নোয়াখালীতে অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মো. নুরনবী চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুদক।
বুধবার (১৫ ই ডিসেম্বর) দুপুরে মাইজদী কেজি স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার সূবর্ণ চর শাখা ও চরবাটা শাখার ম্যানেজার মো. নুরনবী চৌধুরী ব্যাংকের ম্যানেজার থাকাকালে গ্রাহকদের ঋণ দেওয়ার নাম করে স্বাক্ষর নিয়ে ঋণ তুলে তা আত্মসাত করেন। এর পরিমাণ প্রায় ২০,০০০০০/-(বিশ লাখ) টাকা।
নোয়াখালী দুদকের সহকারী পরিচালক বাদী হয়ে তার বিরুদ্ধে তিনটি এজাহার দাখিল করেন।
জাহার সূত্রে জানা গেছে, ৫১ জন গ্রাহকের নামে তিনি ওই টাকা উত্তোলন করেন। জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সুবেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তার নুর নবী চৌধুরীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।