সারাদেশ ডেস্ক।। নোয়াখালীতে মাসব্যাপী শিল্পপণ্য মেলার উদ্ধোধন করা হয়েছে। জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে জেলা শহরের হাউজিং বালুর মাঠে মাসব্যাপী দেশীয় শিল্পপণ্য মেলার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মেলায় দেশীয় পণ্যের ১০০টি স্টল রয়েছে।
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, পুনাক সভানেত্রী তানিয়া আলমগীর, লেডিস ক্লাবের সভানেত্রী উৎপলা দাস, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি তৃষা, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, সদর সার্কেল কাজী আবদুর রহিম প্রমুখ।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা সিলেটের রাখী সিনহা ও পুনাকের সাধারণ সম্পাদক ডা. ফাকিহা খান সামামা।
আ/রিফাত