তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলামের মাতৃ বিয়োগ, প্রেসক্লাবের শোক প্রকাশ
- প্রকাশের সয়ম :
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
-
৯৫
বার দেখা হয়েছে

তাহিরপুর সংবাদদাতা।। তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক সমকালের প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের মাতা এবং তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী আহামদু বেগম আর নেই। ( ইন্নালিল্লাহি… রাজিউন)। তাহিরপুর প্রেসক্লাব সাংবাদিকদের শোক প্রকাশ। বুধবার ৪ টা ৫ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যু কালে তিনি ৫ ছেলে,৩ মেয়ে অসংখ্য আত্মীয় স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৩০.১,২০২০) জোহরের নামযের পর তাহিরপুর মাদ্রাসা মাঠে জানাযা নামাযের শেষে তাকে তাহিরপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সাবেক সভাপতি আব্দুস সোবান আখঞ্জি, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারন সম্পাদক আলম সাব্বির, যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাদক্ষ সাজ্জাদ হোসেন শাহ, সাংবাদিক আবির হাসান মানিক প্রমুখ।
Please Share This Post in Your Social Media