সাভার প্রতিনিধি:
ঢাকার অদূরে আশুলিয়া থানা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) সন্ধ্যায় আশুলিয়ার একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্টজনদের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অফিসার ইনচার্জ (ওসি) শেখ রেজাউল হক দীপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাঈদুর রহমান পিপিএম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন খান, সাভার উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আবু শহীদ ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশুলিয়া থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।