আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। সঙ্গে এনেছেন ঐতিহাসিক শিরোপার ট্রফ্রি।

গেলো রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাশরাফি। তার সঙ্গে এসেছেন সিরিজজয়ী দলের আরো তিন সদস্য, তাসকিন আহমেদ, ইয়াসির রাব্বি ও নাঈম হাসান। তাদের অভ্যর্থনা জানান বিসিবি পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক, মাহবুবুল আনাম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও ছিলেন।