আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পুঁজিবাজার গতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্যে রাষ্ট্রায়ত্ত¡ ৫টি ব্যাংককে পুঁজিবাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দুপুরে সচিবালয়ে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের স্বার্থে সরকারের এই উদ্যোগ। এর মাধ্যমে সবাই লাভবান হবে বলেও জানান তিনি। এরই মধ্যে রুপালি ব্যাংক বিনিয়োগ করেছে, বাকি ৪ ব্যাংক বিডিবিএল, অগ্রনী, জনতা ও সোনালী ব্যাংকেও আনা হবে। অক্টোবর মাসের আগেই এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ শুরু হবে বলেও জানান অর্থমন্ত্রী।