দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যোগ দিলে বিএনপির কর্যক্রম আরো শক্তিশালী হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিএনপির যে সব নেতা সংসদে যোগ দিয়েছেন তারা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে এমন আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের শুভ বুদ্ধির উদয় ঘটেছে। তার অসুস্থ হওয়ার আগে যে সব সেতুর কার্যক্রম চলছিল তা অব্যাহত রয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।