আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজে একটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে ও দু’ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি।
আগামী ১৮ ফেব্রুয়ারি দু’দিনের অনুশীলন ম্যাচ দিয়ে সফর শুরু করবে জিম্বাবুয়ে। ২২শে ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে।
সফরের শেষ ভাগে ঢাকায় ফিরে দু’ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে। রোববার একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করতে পারে বিসিবি।