বিনোদন ডেস্ক।। মুক্তি পেলো অনন্ত জলিল অভিনীত ‘দিন-দ্য ডে’র ট্রেইলার। রবিবার প্রকাশিত হয় ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেইলারটি।
অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে । এই সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে রয়েছজেন নায়িকা বর্ষা। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় দর্শকদের জন্য মুক্তি পাবে সিনেমাটি। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।