ঢাকা।। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন। তার বয়স ৭০ বছরের উপরে বলে জানা গেছে। তবে করোনা ভাইরাস ছাড়াও তার শরীরে ডায়াবেটিসসহ অন্যান্য রোগ ছিলো। তিনি অন্যের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন। মৃত ব্যক্তি বিদেশ থেকে আসেননি, তবে বিদেশ ফেরত ব্যক্তি থেকে তিনি আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে আইইডিসিআর।
করোনা ভাইরাস নিয়ে আইইডিসিআর এর নিয়মিত সংবাদ সম্মেলনে পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ (বুধবার) এসব তথ্য জানান।
এ ছাড়া নতুন করে আরো চারজন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
বিস্তারিত আসছে…