আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে একদিনে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এনিয়ে প্রাণহানির সংখ্যা সাড়ে ১৪ হাজার ছাড়ালো। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজারের বেশি। সুস্থ হয়েছে কমপক্ষে ৯৭ হাজার মানুষ।
ইতালিতে গত ২৪ ঘন্টায় ৬শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার। করোনা মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীর সতায়তা চেয়েছে ইতালি সরকার। এছাড়াও, একদিনে স্পেনে ৩৭৫, ইরানে ১২৯, যুক্তরাষ্ট্রে ১১৭, ফ্রান্সে ১১২, যুক্তরাজ্যে ৪৮জনের মৃত্যু হয়েছে।
জার্মানিতে আক্রান্ত প্রায় ২৫ হাজার। এ অবস্থায় একসঙ্গে দুইজনের বেশি মানুষের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টাইনে গেছেন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে আজ থেকে সৌদি আরবে টানা ২১দিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।