মহসিন আজাদ।। ক্রিকেট জাদুকর সাকিব আল হাসানের শুভ জন্মদিন। ১৯৮৭ সালে আজকের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব। আজ ৩৩ বছরে পা দিলেন বাংলাদেশি এ পোস্টারবয়।
এবারের জন্মদিনটা একটু ভিন্ন তার জন্য। ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকা সাকিব এখন ক্রিকেট থেকে রয়েছেন দূরে। আইসিসির নিষেধাজ্ঞার পর এটিই তার প্রথম জন্মদিন। তাই মাঠের প্রিয় বন্ধুদের পাশে পাচ্ছেন না সাকিব।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। তবুও পাশে নেই পরিবার। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছায় আছেন আইসোলেশনে। সর্তকতার বাণী দিয়েছেন প্রিয় ভক্ত ও দেশবাসীদের। ধারণা করা হচ্ছে, সেখানেই জন্মদিনটা একা কাটাবেন সাকিব।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে। পরের বছর ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে অভিষেক।
১৯৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সাকিব করেছেন ৫৫৭৭ রান। আর ৫৫ টেস্টে রান করেছেন ৩৮০৭ এবং ৭২টি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রান ১৪৭১। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০৮৫৫ রানের মালিক সাকিব। যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ।
টেস্টে উইকেট সংখ্যা ২০৫, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট। ওয়ানডে ক্রিকেটে উইকেট সংখ্যা ২৪৭। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট সংখ্যা ৮৫, যা বিশ্ব ক্রিকেটে তৃতীয়।