ঢাকা।। মানিকগঞ্জের দুটি পৌরসভা ও সাতটি উপজেলার সকল হাট-বাজারের দোকান-পাট বন্ধ রয়েছে। সেইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনীর টহল দল।
এদিকে গণবিজ্ঞপ্তি দিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক শপিংমল, বাণিজ্যকেন্দ্র, বিনোদন পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান,সাপ্তাহিক হাট, চায়ের স্টল, দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সকল স্থান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
নির্দেশনা দেওয়ার পর থেকেই বন্ধ রয়েছে দোকানগুলো। তবে খাদ্যসামগ্রী, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সকল দোকান-পাট কাঁচাবাজার, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা রয়েছে।