ঢাকা।। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন। শুক্রবার সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।
এক ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, আমার করোনা ভাইরাস পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় আমার হালকা লক্ষণ প্রকাশ পেয়েছে। আমি এখন স্বেচ্ছায় আইসোলেশনে আছি। আগামী দিনগুলোতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশ নেব। আমরা একসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করব এবং এটাকে পরাজিত করব।
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত ১১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৫৮০ জনের।