ঢাকা।। গত ২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর। শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে গতকাল আইইডিসিআরের সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো গত শুক্রবার পর্যন্ত ২ দুজন চিকিৎসকসহ মোট ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাসে প্রাণ গিয়েছে মোট ৫ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭ জন।