ঢাকা।। করোনা সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা সারাদেশের মানুষের পাশে থাকবে বলে জানিয়েছন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ (রোববার) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ত্রাণ কমিটির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধী বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন।
এ সময় ধৈর্য্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যতদিন এই সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে এবং সরকারের নেওয়া কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।
সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্নস্তরের মানুষ যারা করোনা মোকাবেলায় জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুর কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের জনগণের সুখে-দুঃখে আবেগকে ধারণ করেই রাজনীতি করে। বৈশ্বিক এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে সকল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে স্বল্পমেয়াদী-দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের ধনী ও বিত্তবানদের আহ্বান জানাই মানবিক বিপর্যয়ের এই দিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান। সাহায্যের হাত বাড়িয়ে দিন। অতীত ইতিহাস থেকে লক্ষ্য করা যায় এদেশের জনগণ সবসময় ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সব ধরনের দুর্যোগ মোকাবিলা করেছে। আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না। ধৈর্য্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’