শিরিন শারমিন।। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার জন্য সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও রাজধানীতে বাড়ছে মানুষের জটলা। এদের বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ। শিথিলতার সুযোগে বেড়েছে মানুষ ও যানবহানের চলাচলও। এতে সংক্রমণের ঝুঁকি কমার চেয়ে বাড়ছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে, মানুষকে ঘরে রাখতে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সাধারণ ছুটি দিয়ে জনগণকে ঘরে থাকার নির্দেশনা দেয়া হলেও তা মানছেন না অনেকেই। রাজধানীর সড়কে বেড়েছে যানবহন চলাচল। নগরীর অলিগলিতে বাড়ছে মানুষের জটলা।
রিকশা ভ্যান, সিএনজি অটোরিকশা ও ট্যাম্পু জাতীয় গণপরিবহন দেখা যায় বিভিন্ন সড়কে। পাড়া মহল্লা ছেড়ে প্রধান সড়কেও চলছে এসব যানবাহন। বিভিন্ন মোড়ে, ফুটপাতে দেখা যায় মানুষের জটলা। এদের বেশিরভাগ বস্তিবাসী নারী ও নিম্ন আয়ের মানুষ। খাদ্য ও সাহায্যের জন্য তারা বাইরে বেরিয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে মানুষের বাইরে বের হওয়া ও চলাচল করোনা ভাইরাস সংক্রণের ঝুঁকি বাড়াচ্ছে। ঘরে থাকার নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন তারা।
ঘরে থাকার নির্দেশনা বাস্তবায়নে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রধান সড়কগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও ঢাকা মহানগর পুলিশ।