সাভার প্রতিনিধি: সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে ৩ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।সোমবার গভীর রাতে সাভারের ব্যাংকটাউন বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।
আটকৃত তিন ভুয়া ডিবি পুলিশ হলো- মোহসিন বাবু, মঞ্জু রহমান ও খোকন। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংকটাউন বটতলা এলাকায় গেল কয়েকদিন আগে মোহসিন বাবুসহ তিন যুবক ডিবি পুলিশ পরিচয়ে রাজিবুল রহমান নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। পরে সোমবার গভীর রাতে মোহসিন বাবুসহ পাঁচ যুবক আবারো ওই ফার্মাসিতে গিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে বাবুসহ তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। এদিকে তাদের সঙ্গে যাওয়া দুই যুবক দৌড়ে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, আটক তিন যুবক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলো। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আটক তিনজনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবা/রিফাত