ঢাকা।। মাত্র কয়েকদিন পরেই বাঙালির সবচেয়ে মহিমান্বিত উৎসব পহেলা বৈশাখ। এই দিনে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন বিশেষ আমেজ যোগ করে। ১৯৬৭ সালে এই আয়োজন শুরুর পর থেকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কারণে বন্ধ ছিল। তারপর ২০০১ সালে ভয়ংকর বোমা হামলা যে উৎসবকে থামাতে পারেনি সেটি স্থগিত হলো করোনাভাইরাস কারণে।
পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের প্রভাতি আয়োজন ছাড়াও অনুষ্ঠিত হয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এবার শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে না। শুধু তাই নয় করোনাভাইরাসের প্রকোপ দেশের কোথাও বর্ষবরণের অনুষ্ঠান বা বৈশাখী মেলার অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসমাগম না করে ডিজিটাল প্রক্রিয়ায় এবারের উৎসবটি পালনের নির্দেশ দেন। পরে ছায়ানট থেকে এবারের আয়োজন স্থগিত করেন।
ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, করোনাভাইরাসের কারণে দেশের প্রতিটি মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সংস্কৃতিকর্মীদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। সব মিলিয়ে রমনা বটমূলে এবার বর্ষবরণের অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছি।
সারওয়ার আলী আরো জানান, বর্ষবরণ অনুষ্ঠানের বাজেট দিয়ে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করবে ছায়ানট। এ বিষয়ে বুধবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ছায়ানট কর্তৃপক্ষ।