নিজস্ব প্রতিবেদক।। করোনায় অসহায় কর্মহীন ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার। আজ বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ দক্ষিণ থানা ও মডেল থানার উদ্যোগে প্রায় ৯০০ অসহায় কর্মহীন মানুষকে এ সকল খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার। এ সময় দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ জামানের নেতৃত্বে প্রায় ৬০০ (ছয়শত) জন ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মাইনুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩০০ জন কর্মহীন অসহায় মানুষকে তিনফিট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে সুন্দর ও শৃঙ্খলাবদ্ধভাবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, সাবান খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথি কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার বলেন, জনগণের পাশাপাশি ঢাকা জেলা পুলিশ আজ করোনার কারণে অসহায় কর্মহীন ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ালে অসহায় কর্মহীনদের না খেয়ে থাকতে হবে না। তিনি সইবাকে মাস্ক ব্যবহার, স্যানিটাজার ও সাবান দিয়ে বারবার হাত ধোঁয়ার জন্য অনুরোধ জানান। নিজে ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে।
দক্ষিণ থানার খাদ্যসামগ্রী বিতরণে শৃঙ্খলায় ছিলেন তদন্ত (কর্মকর্তা) মো. আশিকুর রহমান ও অপারেশন (কর্মকর্তা) আবদুর রাশিদ।
রা/আ