আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আমরা মানুষ জাতি স্বপ্নে দেখি। ভাবছি আমাদের মত বন্য প্রাণিরাওকি স্বপ্ন দেখে? তারাওকি স্বপ্নদেখে আমাদের মানুষ জাতির মত স্বপ্ন ভঙ্গের বেদনায় ব্যথিত হয়? ভাবছি হয়তবা পশুরাও স্বপ্নদেখে আবার ভাবছি নাও দেখতে পারে।
কিন্তু আমরা মানুষ, মানুষত স্বপ্নদেখে।স্বপ্নের মলাগাঁথে স্বপ্নের সুতোয় কল্পনার জাল বোনে। কল্পনাকে বাস্তবে রুপান্তররিত ও রুপ দিতেচায়।
যখন বাস্তব আর স্বপ্নের কল্পনার সন্ধিহয় তখন মানুষ প্রাপ্তির সুখের বন্যায় ভেসেযায়। যখ স্বপ্নের বাস্তবে সেতুবন্ধন রচিতনা হয় মানুষ তখন হতাশা গ্রস্থহয়ে পড়ে বিভ্রান্তি ভোগকরে।
আর তখন হতাশা মানুষকে কোথায় নিয়েযায় তাকেউ জানেনা। আর এই হতাশার কারণে মানুষ ড্রাগ এটাকটেড হয়ে জীনবকে তীলে তীলে মৃত্যুর দিজে ঠেলেদেয়। আবার কেউবা নিজের জীবনের উপর অবিচার শুরুকরে। যার শেষ কোথায় তানিজেও জানেনা।
নিজের অজান্তেই নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নিজেকে নিজে নিয়ন্ত্রন রাখতে পারেনা। তাই স্বপ্নকে বলতে ইচ্ছেকরে স্বপ্ন তুমি খুব স্বার্থপর।তুমি সৈরাচারীর নির্মম নিষ্ঠুর কষাঘাত।
তুমি সাতটি রঙের মাঝে হারিয়ে যাওয়া আকাশের নীল। তুমি ঐ দূর আকাশের পূর্ণিমার চলাঁদ। তুমি ঐ দূর আকাশের শুখতারা। স্বপ্ন তুমি আমার পচন্দের লাল পরী। স্বপ্ন তুমি আমার জীবনে যত প্রিয়আছে সব তুমি । তাই তুমি আমাকে তোমার প্রেমে প্রভাবিত কর। আমার অযান্তে প্রেমের প্রবল বন্যায় ভাসিয়ে নিয়েযাও। কিন্তু আমাকে তুমি কুলের দিশা দাওনা।
তুমি মরিচিকা, ঐ দূর আকাশের পার্ণিমার চাঁদ। যার ময়াবী শিতল আলোয় তুমি আমাকে ভূলিয়ে রাখ আমার স্বপ্নের রাজ কুমারীরকথা। যার উপস্থিতি কখনোই বাস্তবে নেই। তবুও স্বপ্মেদেখি তাকে আমি খুঁজি স্বপ্নের এই মিথ্যা জগতে। স্বপ্ন তুমি আমাকে আমার কল্পমার মানুষীর কাচাকাছি নিয়েও তার সাথে দেখাকরতে দাওনা।
তুমি বড় নিষ্ঠুর তোমার দিলে কোন মায়ানাই। তুমি অন্যের দিলে মায়া জাগাতে পার অথচ তোমার দিলে কোন মায়ানাই। তুমি নির্মম বিষ্ঠুর তুমি আমার এত বৎসরের সঞ্চিত সাধনাকে স্বপ্নকে বাস্তব হতেদিলানা। তুমি আমার জীবনের সকল স্বপ্ন ভেঙ্গে খান খান করে দিয়েছ। তুমি আমাকে নিয়ে খেলাকরছ তখন আমি ভুঝিনি এখন বুঝতে পেরেছি।
তবে তোমাকে নিয়ে আমি খেলবোনা আমি তোমাকে বন্দি করে রাখবো। ঠিক যেমন করে তুমি আমাকে নিয়ে সারা জীবন সংসার ও সামাজের কাছে বন্দি করেছ। ঠিক সেভাবে সেখানে আমি তোমাকে বন্দি করে রাখবো। তোমাকে বন্দি করে আমি সুখে ঘুমাবো তুমি আর আমাকে স্বপ্নদেখাতে পারবেনা।এটাও বুঝি মানুষ যতদিন বাঁচে ততদিন স্বপ্ন দেখে।
ততদিন তার মনে আশাথাকে কিছু একটা করার।স্বপ্ন তুমিকি যাননা তোমার মৃত্যু মানে আমার মৃত্যু।তা নাহলে অনেক আগেই আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতাম। আর তোমার মৃত্যুদণ্ড দিলে আমার আত্মহত্যা হতো তাই আমি তোমাকে মৃত্যুদণ্ড দেইনি। জীবন মানে যন্ত্রনা বেঁচেথাকতে কোনদিন শেষ হবেনা। তাই আমি তোমাকে বন্দিকরে রেখেছি আমার বাঁচার জন্য বুকের খাঁচায়।
তোমার মুক্তিহবে আমার বিদায় বেলায়।আমাকে যখন সাদা মারকিন কাপড় মুড়িয়ে সাজাবে আতর গোলাপ চন্দন মেখে স্বপ্ন তুমিও তখন বিদায় নিবে
এই মাটির পৃথিবী থেকে।