ঢাকা।। করোনা ভাইরাস প্রতিরোধে স্বপ্রণোদিত হয়ে বেশি বেশি পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আজ (শুক্রবার) দুপুরে স্বাস্থ অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
পরীক্ষা করা খুবই জরুরী জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা আশা করি সকলেই পরীক্ষা করাবেন। পরীক্ষা করলে আপনি নিজে নিরাপদ থাকবেন, আপনার অবস্থা জানতে পারবেন এবং একইসাথে আপনার পরিবারকেও সুরক্ষিত রাখতে পারবেন।’ করোনা ভাইরাস পরীক্ষা করার মধ্যে কোন দোষ বা সামাজিক বাঁধা নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা এটা (পরীক্ষা) করবেন, পরীক্ষার মাধ্যমই আমরা এই করোনা ভাইরাসকে চিহ্নিত করে আমরা এই করোনা ভাইরাস নির্মূল করব।’
এ সময় করোনা ভাইরাস পরীক্ষার সাথে সংস্লিষ্টদের বেশি বেশি পরীক্ষা করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে আপাতত কিটের কোন সংকট নেই। কাজেই আপনারা পরীক্ষা চালিয়ে যাবেন।’ মন্ত্রী বলেন, এখন ১৪ থেকে ১৫ জায়গায় করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। শিগগিরই আরো বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা শুরু করা হবে।
ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের আপনারা অনেক কাজ করছেন, আপনারাই এর সৈনিক। তবে বেশ কিছু প্রাইভেট হাসপাতালে রোগীগের চিকিৎসার বিষয়ে অবহেলার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এমন সংকটময় সময়ে অনেক হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকরা চিকিৎসা সেবা দেয়া বন্ধ রেখেছেন। যা ঠিক নয়।
এছাড়া স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে ভেন্টিলেটর ও অ্যাম্বুলেন্স তৈরি করা আছে। দেশের প্রতিটি সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। বেশ কয়েকটি বড় হাসপাতাশ শুধু করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য তৈরী করা হয়েছে। কেউ আক্রান্ত হলে সেসব হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি।