আসাদুর রহমান যশোর প্রতিনিধি।। যশোর জেলার শার্শা উপজেলার ভ্রাম্যমান আদালত বেনাপোল বাজারে অভিযান চালিয়ে শৃঙ্খলা ভংগের দরুন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ব্যাক্তি’র নিকট থেকে সর্বমোট-৫০০০ টাকা জরিমানা আদায় করে। শুক্রবার(০৩ এপ্রিল) ১১টার দিকে শার্শাব ভ্রাম্যমান আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মো:খোরশেদ আলম চৌধুরী সেনাবাহিনী,পুলিশ ও অন্যান্য প্রতিরক্ষা বাহিনী’র সদস্য নিয়ে বেনাপোল বাজারে অভিযান চালায়।
করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনায় সমগ্র দেশে চলছে লকডাউন কর্মসুচী।একমাত্র প্রয়োজন ছাড়া কেহই ঘর হতে বের হতে পারবেন না অর্থাৎ ঘরে অবস্থান(হোম কোয়ারেন্টাইন) বাধ্যতামুলক। ইতোপূর্বে রাস্তায় চলাফেরা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেছে জেলা-উপজেলার প্রশাসন গুলো।
ভাইরাস খেকে রক্ষা পেতে ব্যবসায়ীদেরকে নির্দিষ্ট গন্ডির মধ্যে রেখে ক্রেতা সাধারনের নিকট কেনা-বেচার অভিপ্রায় বা বিধি-নিষেধ ঘোষনা করেছেন।কিন্তু বিধিবাম কে শুনে কার কথা,সরকারি নির্দেশনা দুরে ঠেলে অত্যান্ত ঝুকিপূর্ণভাবে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এদিকে পারলে একজন অথবা দুইজনের বেশী মটর সাইকেলে আরোহন নিষিদ্ধ করেছে ট্রাফিক পুলিশ। সেখানেও নিয়ম নীতি মানছেন না মটর সাইকেল আরোহীরা।
ফলে,বাধ্য হয়েই ভ্রাম্যমান আদালত কে এমন কঠোর হতে হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী প্রনয়নকৃত শৃঙ্খলা ভংগের কারনে বেনাপোল বাজারের নিউ মেডিসিন ফার্মাসীকে -১০০০টাকা, সর্দ্দার ফার্মাসীকে-১০০০টাকা,কাঁচা বাজারের আড়ৎদার-মুজিবর রহমান কে ৫০০টাকা,তবিবর রহমান কে ৫০০টাকা,মাছ ব্যবসায়ী জাহিদুল কে ৫০০টাকা,আবুল হোসেন কে ৫০০ টাকা,শিল্পি স্টুডিও কে-৫০০ টাকা ও তিনজন আরোহী উঠার অভিযোগে একজন মটর সাইকেল চালক কে ৫০০ টাকা জরিমানা করেন। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট তার প্রতিরক্ষা দলের সদস্য দেরকে নিয়ে রাস্তায় অসহায় ও পাগল শ্রেণীর মানুষদেরকে শুকনা খবার এবং মাক্স বিতরন করেন।