নিজস্ব সংবাদদাতা।। “গার্মেন্টস খুলব, এজন্য হেটে ঢাকায় আসছি। ট্রাকে করে বিভিন্ন এলাকায় পার করেছি। সরকার ব্যবস্থা নিলে তো আইতাম না।” কথাগুলো বলছিলেন পোশাকশ্রমিক হারুন (২৩)। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত।
শনিবার ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায়।
দেখা যায়, বিভিন্ন জেলা থেকে নিম্ন আয়ের লোকজন এবং পোশাক শ্রমিকদের পায়ে হেঁটে কর্মস্থলে যোগদানের জন্য ঢাকা আসছে। সৃষ্টি হচ্ছ জনসমাগমের। এর ফলে বাড়ছে ঝুঁকি।
আশুলিয়ার এক পোশাক শ্রমিক সাত্তার (২৫) জানান, জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা আসতে হয়েছে। গার্মেন্ট চালু না থাকলে আমরাও আসতাম না।
আরেক শ্রমিক মৌসুমি বেগম জানান, বাড়িতে হোম কোয়ারেন্টািনে থাকলেও বের হওয়ার পর থেকেই ঝুঁকি নিয়ে কাজের উদ্দেশ্য ঢাকায় এসেছি। ট্রাকে করে আসতে হয়েছে। শ্রমিকদের দাবি সরকার ও বিজিএমইএ যদি উদ্যোগের মাধ্যমে সকল পোশাক কারখানা ও গার্মেন্টস বন্ধ করতো তাহলে কেউই জীবন বাজি রেখে ঢাকা আসতো না।
এদিকে শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করবে এ নিশ্চয়তা দিয়ে কারখানাগুলো চালু রাখতে চায় মালিকপক্ষ। যদি কোন পোশাক কারখানা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয় তবে সরকারের কাছে সে কারখানা বন্ধে আবেদন জানাবে বলেও জানানো হয়।