রাজশাহী সংবাদদাতা।। প্রাণঘাতী করোনাভাইরাস সতর্কতায় পুরো রাজশাহী জেলা লকডাউন করে দিয়েছে প্রশাসন। এক্ষেত্রে কার্যত বিচ্ছিন্ন করা হয়েছে অন্যান্য জেলার সাথে রাজশাহী জেলার যোগাযোগ।সোমবার রাজশাহীতে করোনা সন্দেহে আরও ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে পরীক্ষা হবে এসব নমুনা। রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দেশে ক্রমাগত বাড়ছে করোনাআক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৯ জন আর মারা গেছে ৪ জন। মহাখালীতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে করোনা বিষয়ে আয়োজিত জরুরি সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।