নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরে বিলাশবহুল হোটেলে উঠবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে তিনি অবস্থান করবেন পাক দূতাবাসের বাসভবনে।
পাক সংবাদমাধ্যম ডন জানায় , যুক্তরাষ্ট্রে ২১ জুলাই থেকে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ইমরান খান। এ কয়দিন তিনি পাকিস্তানের দূতাবাসেই থাকবেন তিনি, এমনটাই জানিয়েছে তার কার্যালয়।
সফরের খরচ কমাতেই তিনি পাক রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের বাসভবনেই উঠবেন তিনি। তবে সেখানে যথেষ্ট জায়গা না থাকায় দূতাবাসের অফিসেই তাকে বিভিন্ন অতিথির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো সারতে হবে। এক্ষেত্রে ওয়াশিংটনের ব্যস্ততম সড়ক দিয়েই অতিথিদের যেতে হবে পাক দূতাবাসে।
তবে শহরের সাধারণ ব্যস্ততায় এটি কোনো ধরনের প্রভাব ফেলবে না বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। কারণ বছরে শতাধিক দেশের রাষ্ট্রনায়কদের সফর থাকে এ শহরে। সেটি সামাল দিতে মার্কিন রাজধানী কর্তৃপক্ষ যথেষ্ট দায়িত্বশীল বলে তারা জানায়।