ঢাকা।। সারাবিশ্বে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়ালো। নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৯’শ ১৫ জন। এ নিয়ে সারাবিশ্বে মোট আক্রান্তেও সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৩১ হাজার ৭’শ ৬ জন।
করোনায় প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। একইসঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তবে সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ১’শ ৫০জন মানুষ।
যুক্তরাষ্ট্রে গত একদিনে (০৭ এপ্রিল) দেশটিতে নতুন করে প্রাণ হারায় ১ হাজার ৯’শ ৭০ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়ালো। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩’শ ৩৫ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৭’শ৭৪ জন। তবে আক্রান্ত ৯ হাজার ১৬৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, ইউরোপের দেশ ইতালি মৃতের দিক থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে। গত একদিনে (০৭ এপ্রিল) দেশটিতে নতুন করে প্রাণ হারায় ৬’শ ৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ১’শ ২১ জন এবং মোট আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার ৫’শ ৮৬জন। তবে নতুন আক্রান্ত কিছুটা কমেছে। ৩ হাজার ৩৯ জন।
মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। গত ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণ হারায় ৭’শ ৪ জন। এ নিয়ে দেশটিতে মোট ১৪ হাজার ৪৫ জন মৃত্যুবরণ করেছে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৯’শ ৪২ জন। আক্রান্তের দিক থেকে তাঁরা ছাড়িয়ে গেছে ইতালিকেও।
এদিকে, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ১ হাজার ৪’শ ১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩’শ ২৮ জন। মোট আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৬৯জন।
এছাড়া যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৭’শ ৮৬ জন, ইরানে ১’শ ৩৩, বেলজিয়ামে ৪’শ ৩ এবং জার্মানিতে ২’শ ৬ জন।
বাংলাদেশেও আশঙ্কাজনকহারে বাড়ছে মৃতের সংখ্যা। দেশে করোনা আক্রান্ত বেড়েছে ৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৬৪ জন। তবে সুস্থ হয়ে ফিরেছেন ৩৩ জন।
সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের ২০৯টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।