ঢাকা।। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। এরই মধ্যে দেশের সব জেলাতেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের প্রদুর্ভাব। সমগ্র দেশকে ঝুকিপূর্ণও ঘোষণা করা হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বাসায় প্রবেশের সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। পরামর্শগুলো হলো-
১) জুতা খুলে বাসার বাইরে রাখা জুতার বাক্সে রাখুন।
২) ব্যাগ, পার্স, মানিব্যাগ একটি বাক্সে ভরে ভিতরে নিন।
৩) বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসলে ব্লিচযুক্ত পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করুন।
৪) বাসায় প্রবেশের পর কোনো কিছু স্পর্শ করবেন না।
৫) ফোন ও চশমা গরম সাবান পানি বা অ্যালকোহল জাতীয় জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।
৬) পোষা প্রাণীকে ঘরের বাইরে নিয়ে গেলে তাকে ভালোভাবে গোসল করাতে হবে।
৭) হাতের গ্লাভস ও মুখের মাস্ক সাবধানে খুলে ফেলে দিন এবং হাত ধুয়ে ফেলুন।
৮) পরিধানের কাপড় পরিবর্তন করুন ও ধুয়ে ফেলার জন্য নির্দিষ্ট একটি ঝুড়িতে রাখুন।
৯) গোসল করুন, সম্ভব না হলে শরীরের উন্মুক্ত অংশগুলো সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
১০) মনে রাখতে হবে এ ধরনের সতর্কতার উদ্দেশ্য সম্পূর্ণ জীবাণূমুক্ত করা নয়, ঝুঁকি কমানো।
সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিরাপদ থাকুন।