আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সারাবিশ্বে করোনা প্রকোপ বৃদ্ধি পেয়েছে । বাংলাদেশেও করোনা প্রভাব দিন দিন বেড়েই চলছে। ফলে আসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের লোকেরা। আর এসব অসহায়দের পাশে দাড়িয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার( এসপি) জাহিদুল ইসলাম। মুঠোফোনে পাওয়া বার্তা কিংবা কলের মাধ্যমে জানালেই পৌছে যাবে ত্রান সহায়তা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধায় মুঠোফোনে পাওয়া কলের মাধ্যমে অসহায় সালমা নামে এক একজন মধ্য বয়সী নারীর আর্তনাদ তার নাতনী মাইসুন,বয়স ১৭ মাস (মেয়ের মেয়ে) সুজির অভাবে অনাহারে আছে এবং তিনি নিজেও একজন হার্টের রোগী ফলে তাকে নিয়মিত ঔষুধ খেতে হয় কিন্তু ঔষুধ কেনার কোন টাকা তার কাছে নাই। এ কথা শুনার পরেই তার বাড়িতে পৌছে দিলেন ঔষুধ খাদ্য সামগ্রী।
জানা যায় মঙ্গলবার সন্ধায় মুঠোফোনে এক মহিলা পুলিশ সুপারের নিকট ফোন করে জানান তার সতেরো মাসের শিশুটি না খেয়ে দিন যাপন করছে । লকডাউনে বাসার থাকার ফলে খাদ্যের ব্যবস্থা করতে পারছে না তার মা। ঘটনাটি জানার পর দ্রুতই ওই মহিলার বাড়িতে খাদ্য হিসেবে ৬ কেজি সুজি ও চিনি এবং ঐ নারীর ওষুধের ব্যবস্থা করে দেন।
উক্ত বিষায় পুলিশ সুপার জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ. কমকে জানান, “চুয়াডাঙ্গা জেলায় খাদ্যের অভাবে কেউ না খেয়ে থাকবে না। সবাইকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ পুলিশ সদস্যরা। যে কেউ মুঠোফোনে আমাকে জানালেই বাড়িতে পৌছে দেওয়া হবে খাদ্য সামগ্রী। এসময় পুলিশ সুপার সকলকে করোনা রোধে বাড়িতে থাকার পরামর্শ দেন তিনি।