ঢাকা।। যুক্তরাষ্ট্রে ৯ লাখ ছাড়িয়েছে আক্রান্ত, ৫২ হাজারের বেশি মৃত্যু।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় দুই লাখ।আক্রান্ত ২৮ লাখ ছাড়িয়েছে। আর সেরে উঠেছেন ৭ লাখ ৯৮ হাজারের বেশি। ভাইরাসের পরীক্ষা, ওষুধ ও ভ্যাকসিনের উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেয়া উদ্যোগের সঙ্গে বিশ্বনেতারা একাত্মতা প্রকাশ করেছেন। তবে সংস্থাটির এই উদ্যোগের সঙ্গে নেই বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।