আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শক্তিমান অভিনেতা ইরফান খানের মৃত্যুর ২৪ ঘণ্টা না পেরুতেই আরও একজন বর্ষীয়ান বলিউড অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঋষি কাপুরের মৃত্যুতে সুদুর আমেরিকাতে অবস্থান করা প্রিয়াঙ্কা চোপড়া ভেঙে পড়েছেন।
মুম্বইয়ের একটি বেসরকারি হাসাপাতালে (৩০ এপ্রিল) সকাল ৮টা ৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি।প্রিয় ঋষির মৃত্যুর খবর পেয়ে যেমন ভেঙে পড়েন অমিতাভ বচ্চন, তেমনি মার্কিন আমিরিকাতে ভেঙে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া।
টুইটারে তিনি জানান, ঋষি কাপুরের মৃত্যু বলিউডের জন্য অনেক বড় ক্ষতির। এই কঠিন সময়ে নিতু কাপুর, রণবীর এবং রিদ্ধিমা কাপুর যেন আরও মনের শক্তি পান সেই প্রার্থনা করেন। পাশাপাশি ঋষি কাপুরের আত্মার শান্তি কামনা করেন প্রিয়াঙ্কা।