ঢাকা।। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরেক দয়া বাড়ছে। তবে ছুটি কতদিন বাড়ানো হবে, সে বিষয়ে রোববার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
শনিবার সরকারের একাধিক সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, অন্তত ৭ দিনের ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখছে সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বোববার করোনা পরিস্থিতির কারণে গঠিত টেকনিক্যাল কমিটির বৈঠকের সুপারিশের উপর নির্ভর করবে।
জানা গেছে, আপাতত টানা ঈদ পর্যন্ত ছুটি ঘোষণার চিন্তা সরকারের নেই। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেয়া হবে।