আমাদের বাংলাদেশ ডেস্ক: রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত সিটি কর্পোরেশনের মশা নিধন ও পরিচ্ছন্নতা বিভাগের সকল ছুটি বাতিলের ঘোষণা দিয়েছেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু বিরোধী সচেতনতা রেলীতে যোগ দিয়ে তিনি বলেন, মশা নিধনে অভিযান অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এডিস মশা নিধনে সরকার আরো কার্যক্রম হাতে নেবে।

বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জ্বরের ভাইরাসবাহী এডিস মশার প্রকোপ বেড়েছে। সরকারি হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তিন হাজার। তবে রাজধানীতে এর প্রকোপ আরো বেশি।

এডিস মশা নিয়ন্ত্রণে বরাবরই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়ে থাকে জনসচেতনতার ওপর। রং- বেরংয়ের ব্যানার-ফেস্টুন আর এক ঝাঁক তারকা ব্যক্তিত্বদের নিয়ে সচেতনতা রেলি করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে অংশগ্রহণকারীরা মনে করেন, মশা নিধনে জনসাধারণের ভূমিকা অনেক বেশি কার্যকর।

কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রীও । জানান, মশা নিধনে সরকার আরো বেশি তৎপর হবে। আর সিটি মেয়র বলেন, ডেঙ্গুবাহী মশা নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত বসে থাকবে না তাঁর বিভাগ। রেলির আগে জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে যোগ দেয় স্বাস্থ্য অধিদপ্তরসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও।