আমাদের বাংলাদেশ ডেস্ক: রাজধানীর নিত্যপণ্যের বাজারে বন্যার প্রভাব পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা। এছ্ড়াা পেঁয়াজ, রসুন ও আদার ঝাঁজ বেড়েছে দ্বিগুন। বাড়তি রয়েছে ডিমের দামও। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় বেশি মূল্যে পণ্য বিক্রি করতে হচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।
বন্যার প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। এরইমধ্যে অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজ, রসুন ও আদাসহ সবজি।
এক দুই সপ্তাহ আগেও দেশি ও আমদানিকৃত পেঁয়াজের দাম ছিলো, প্রকারভেদে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। বাড়তি রসুনের দামও।
ক্রেতারা জানান, কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করেছে। এছাড়া বেড়েই চলছে ডিমের দাম।
গত সপ্তাহের তুলনায় বাজারে চড়া মাছের দাম। ইলিশের কেজি ১৮০০ থেকে ২০০০ টাকা। রুই, পাবদা, টেংরা, শিং ও চিংড়ির দামও ঊর্ধ্বমূখী। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।
বাড়তির তালিকায় রয়েছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা করে বেড়েছে। ৬০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা।
তবে, রাজধানীর বাজারে চাল, ডাল ও আলুসহ কিছু নিত্যপণ্যের দাম অপরিবর্তীত রয়েছে।