মেহেদী হাসান জেলা প্রতিনিধি।। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে রংপুর জেলা পুলিশ জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
আজ বৃহস্পতিবার রংপুর নাগরীর আদর্শ পাড়া এলাকায় বিভাগ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
পুলিশ সুপার আমাদেরবাংলাদেশ.কমকে বলেন, ‘মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে সরাসরি মাঠ পর্যায়ে করোনার বিস্তার রোধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হাসিমুখে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে রংপুর জেলা পুলিশ। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের জানাজা, আক্রান্ত পলাতক রোগীদের ধরে আনাসহ দেশের এই সংকটে রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে রংপুর জেলা পুলিশ। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তারা জেনে-শুনেই জীবনের ঝুঁকি নিচ্ছেন। করোনার সংক্রমণ ঠেকাতে গিয়ে নিজের অজান্তেই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন রংপুর জেলা পুলিশের সদস্যরা।’
এসপি আরও জানান, ‘করোনার শুরু থেকে জনসমাগম রোধ, অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার ও তাকে আদালতে প্রেরণ, খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিরাপত্তা দেয়া, দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ, মজুতদারি ও কালোবাজারি রোধ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, খোলা জায়গায় বাজার স্থানান্তর, মানুষের বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, বিভিন্ন স্থানে ধান কাটার শ্রমিক পাঠানো, অসুস্থ সাধারণ রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়া ও চিকিৎসা পেতে সহায়তা করাসহ এই সংকটে সব ধরনের কাজ করছেন রংপুর জেলা পুলিশের সদস্যরা।’
রংপুর বিভাগ সমিতি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন।
উল্লেখ্য, চলমান ত্রান বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবু কালাম সিদ্দিক।