বিশেষ প্রতিনিধি।। যশোরে করোনাভাইরাস (কভিড-১৯) সচেতনতায় শহরের দোকান-পাট, শপিংমল, বিপণি-বিতালগুলোতে সচেতনতামূলক ও দোকান খোলা রাখার নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেছে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
বুধবার বিকেলে যশোর শহরের সিটি প্লাজা শপিং মলের সামনে থেকে এ লিফলেট বিতরণ করা হয়।
পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, ‘করোনাভাইরাসে প্রতিরোধে জনসাধারণের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ লিফলেট বিতরণ কর্মসূচি। সংক্রমক থেকে রক্ষা পেতে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দোকান-পাট, শপিংমলের সকল ব্যবসায়ীকে সচেতন হতে হবে।’
পুলিশ সুপার আরোও বলেন,‘করোনা প্রতিরোধে আমাদের সকলকে একসাথে লড়াই করতে হবে। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া যাবে না। করোনার বিরুদ্ধে এরকম জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।’
এ সময় উপস্থিত ছিলেন যশোর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার ,যশোর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অপু সরোয়ারসহ জেলায় পুলিশে কর্মরত উদ্ধর্তন কর্মকর্তাগণ।