রিপন হোসেন সাজু,মণিরামপুর যশোর প্রতিনিধি।। মণিরামপুরের চিত্র। শুরু হয়েছে ঈদ উৎসবের আমেজ। সরকারী নির্দেশনায় খুলে দেওয়া মার্কেট গুলোতে বিরাজ করছে কোলাহল মুখর পরিবেশ। গায়ে গা মিশিয়ে, পায়ে পা লাগিয়ে অবিরাম চলছিল সবাই। সবার লক্ষ্য ঈদ উপলক্ষে কেনাকাটা করা। অন্যান্য বছরের মতো না হলেও মোটামুটি দুই দিনের ব্যবধানেই সেজেছে দোকান গুলো। এসব দেখে কারো মনে হওয়ার উপায় নেই যে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে।
এমনি পরিবেশে শনিবার মণিরামপুর পৌর শহরের বিভিন্ন দোকান গুলোতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহনের চিত্র চোখে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অাহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ বেচাকেনার জরালো দিক নির্দেশনা দেয়া হয়েছে। মার্কেট মালিকদেরকে ডেকে ডেকে স্বাস্থ্য বিধি মেনে চলার মধ্যমে ব্যবসায় করার জন্য বলা হয়েছে। যদিও কিছু কিছু মার্কেটের প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। আছে হ্যান্ড স্যানিটাইজারও।
তবে মানুষের তুলনায় এ ব্যবস্থা অপ্রতুল। করোনার সংক্রমণ রোধে তিন ফিট দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, তারা পেটের দায়েই দোকান খুলেছেন। দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান চালু করায় সেই ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমিয়ে নেওয়া সম্ভব হবে।