আমাদের বাংলাদেশ ডেস্ক: অবশেষে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য তহবিল ব্যবহারে সুপ্রিম কোর্টের অনুমোদন পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের এক আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণে পেন্টাগনের তহবিল থেকে ২৫০ কোটি মার্কিন ডলার ব্যবহারের অনুমোদন দেয়া হয়। যদিও এর আগে ক্যালিফোর্নিয়ার আদালত ওই তহবিল আটকে দিয়েছিল। এদিকে, সুপ্রিম কোর্টের আদেশের পর মার্কিন প্রেসিডেন্ট এক টুইটার বার্তায় একে বড় বিজয় বলে আখ্যা দেন। সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল ব্যবহার করতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার সীমান্তে এই দেয়াল নির্মাণ। তবে এর কঠোর বিরোধীতা করে আসছে ডেমোক্র্যাটরা।