আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নিজ দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং । সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সবাইকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার পিপলস লিবারেশন আর্মি ও পিপলস আর্মড পুলিশ ফোর্স-এর প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ নির্দেশ দেন।
তবে এক্ষেত্রে চীনের ওপর হুমকি সৃষ্টিকারী কোনো নির্দিষ্ট ইস্যুর উল্লেখ করেননি তিনি। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে ২২শে মে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে যান ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে। গত ৯ই মে উত্তর-পূর্ব সীমান্তে নাকুলা সেক্টরে চীনা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারতীয় জওয়ানরা।এতে বেশ কয়েকজন আহতও হন। দু’পক্ষের কর্মকর্তাদের হস্তক্ষেপে সাময়িকভাবে উত্তেজনা কমলেও, পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং গত কয়েক দিনে লাদাখ ও উত্তর সিকিমে দুই দেশই সেনা ও সমরাস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে।