আমাদেরবাংলাদেশ ডেস্ক : অ্যাশেজ সিরিজে টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ২৭৪ রান পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। বার্মিংহামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে অজিরা। তবে ইংলিশ বোলারদের বিপক্ষে একাই লড়াইয়ে যান স্টিভ স্মিথ। তার অনবদ্য ১৪৪ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৮৫ রান করে অস্ট্রেলিয়া। ইংলিশদের পক্ষে ৮৬ রানে পাঁচ উইকেট শিকার করেন স্টুয়ার্ট ব্রড। পরে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০ রান নিয়ে প্রথম দিন শেষ করে ইংল্যান্ড।