মণিরামপুর(যশোর)অফিস॥ ‘খেলা-ধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার যশোর জেলার মণিরামপুরের বিভিন্ন এলাকায় খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন আ,লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাংবাদিক শহীদুল ইসলাম মিলনের নিজস্ব অর্থায়নে এ ফুটবল বিতরণ করা হয়। ফুটবল বিতরণকালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম মিলন বলেন- খেলা ধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে।
খেলোধুলা করলে যুবকরা বিপথে পরিচালিত হয়না। মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই। করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করে এবং নিজ বাড়িতে অবস্থান করতে বলে। সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ফেরা করার অনুরোধ জানান তিনি।এসময় স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, নেতাকর্মিরা উপস্থিত ছিলেন৷