অনুভূতি: আরিফা ফেরদৌস
দুই এক লাইন লিখলে বুঝি
কবি হওয়া যায়?
নারে ভাই নারে ভাই
অমনটা ভাবিনাই
প্রংশাই বলো আর বাহবাই বলো
ওটা আমার উদ্দেশ্য নই।
ওটা আমার মনের স্বাধীনতা৷,
নিজের মতো করে প্রশান্তি পাওয়া।
যে যেমন করে ভালো থাকতে চাই
থাকুক নারে ভাই,
তাতে তোমার আমার কি আসে যাই।
কবি হতে হলে
জ্ঞানের পরিমাণ বেশি হওয়া চাই।
ওটা আমার ভাণ্ডারে
বেশি নাইরে ভাই।
যেমন পারি তেমন লিখি
মনের ভাব প্রকাশ করি
এইটুকুতে খুশি থাকি।
আমার মতে সবাই কবি।
সবার মাঝেই
আবেগ আছে এত বেশি।
সেই অর্থে
একা আমি নইকো কবি।
ক্ষুূদ্রজ্ঞানের
মানুষ নামের প্রাণী আমি
লেখায় ততো পারদর্শী নই আমি।
তাইতো বোধহয় আমার লেখায়
ছন্দপতন হয়।
নাইবা একটু চেষ্টা করি
কবির ভাষায়
মনের আবেগ কিন্চিত প্রকাশ করি।
তাতে দোষটা কোথায় ভাই?
প্রংশা বরাবরই আমায় দেখায়
বোকা বোকা মনে হয়।
সত্যি কথা বলতে কি,
এ আর এমন কি লিখতে পারি।
বলতে পারো।