সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও বিলিয়নিয়ার এলন মাস্কসহ যুক্তরাষ্ট্রের আরও অনেক বিশিষ্ট জনদের টুইটার হ্যাক হয়েছে।
এছাড়াও, হ্যাক হয়েছে আমাজন সিইও জেফ বেজস, আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও কেনি ওয়েস্টেরও টুইটার। তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ইন্টারন্যাল সিস্টেম ও টুল ব্যবহার করে।
এটি আপাত দৃষ্টিতে বিটকয়েন স্ক্যামেরই কাজ বলে ধারণা করা হচ্ছে। তবে টুইটার এটিকে সমন্বিত আক্রমণ বলেছে।