আমাদেরবাংলাদেশ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো এলাকার সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের একটি স্টোরে এই গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন শ্বেতাঙ্গ যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ। তার নাম প্যাটট্রিক ক্রুসিয়াস (২১)। তিনি অ্যালেন নগরীর ডালাস এলাকার বাসিন্দা।
ক্রুসিয়াস অ্যালেন শহরেই থাকতেন। মাত্র কয়েকদিন আগে তিনি ২১ বছরে পা দিয়েছেন। ২০১৭ সালে সেখানকার প্লানো সিনিয়র হাইস্কুল থেকে স্নাতকোত্তর পাশ করেন ক্রুসিয়াস।
টেক্সাস পুলিশ বলছে, আটককৃত ওই শেতাঙ্গ যুবক একাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন।
সূত্র: বিবিসি, সিএনএন, ডিএফডব্লিউ সিবিএসলোকাল