ছবি ও কবি: লেখক আমজাদুল হক
চোখ ভাসিয়ে দিয়ে
চেয়ে আছো দূরে…
হলুদ শাড়িরজমিনে
চুল ছড়িয়ে….
তুমি কি কাঁদো
আকাশের সাথে….
নিরবে হাসো…
কার কথা ভেবে
কপালের টিপে…
কার ছোঁয়া থাকে
কি দারুণ মিতালি
চোখজুড়ে থাকে
ঠোট জুড়ে হাসে..
গোধূলির আলোয়
মায়া হয়ে সাঁজে..
সাঁঝেরবাতির মত..
পূজারি হয়ে…